সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন ড. খন্দকার শরীফুল ইসলাম

নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীদের সর্ববৃহত প্লাটফর্ম বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (বিএএএস)এর সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (অবঃ) ড. খন্দকার শরীফুল ইসলাম।

আরও পড়ুন: শেষ হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (অবঃ) ড. খন্দকার শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বলেন, আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত বোধ করছি যে, আমাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এটি শুধু আমার জন্য নয়, বরং আমাদের শিক্ষা পরিবার ও সংশ্লিষ্ট সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করবো। একাডেমিক উৎকর্ষতা নিশ্চিত করতে, গবেষণার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ে তুলতে আমি কাজ করতে চাই।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুশৃঙ্খল এবং আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারব।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। আশা করি, আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যথাযথ অবদান রাখতে পারবো।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি এজি (সম্মান), ১৯৮২ সালে এমএস
ডিগ্রি, ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কীটতত্ত্বের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬-৯৭ সালে কীটতত্ত্বের ওপর পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: ঢাকা কলেজ নতুন উপাধ্যক্ষ নাছিমা

তিনি ১৯৮৯ সালে কমনওয়েলথ ডিগ্রি, ১৯৯৩ সালে চার্লস ওয়েলস ফেলোশিপ এবং ১৯৯৯ সালে এনএসটি ফেলোশিপ অর্জন করেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম এর গবেষণার সংখ্যা ১৩৪ টি। গুগল স্কলার সাইটেশনস-১১৪৯ এবং এইচ-ইনডেক্স-১৮।

কর্মজীবনে অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক, ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অধ্যাপক এবং ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আইইউবিএটি এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সভাপতি, ১৯৮৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাকৃবি'র হযরত শাহজালাল হলের প্রভোস্ট, ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ঈসা খাঁ হলের প্রভোস্ট এর দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম বিজ্ঞানীদের সংগঠন এ্যাডভান্সমেন্ট ওফ সায়েন্স (BAAS) এর ২০১৪ সাল এর জুলাই থেকে ২০২০ সাল পর্যন্ত সহ সভাপতি এবং ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সংগঠনটির স্বনামধন্য সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

অবৈধ আদেশ পালন করে জনরোষের শিকার পুলিশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরি...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা