নিজস্ব প্রতিবেদক: মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
আরও পড়ুন: ঢাকা কলেজ নতুন উপাধ্যক্ষ নাছিমা
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা-১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরে পরীক্ষা শেষে বের হয়ে পরীক্ষার্থীরা ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। তবে কোটাসহ মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে লড়ছেন ২৫ জন শিক্ষার্থী।
এদিকে, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয় বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            