দক্ষিণখান থানা
অপরাধ

বখাটে সৎ ছেলের হাতে ৫০০ টাকার জন্য খুন হন বাবা!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান থানার কোটবাড়ির চৌয়ারিরটেক এলাকায় মাত্র ৫০০ টাকার জন্য বখাটে সৎ ছেলের হাতে খুন হন মহর উদ্দিন ওরফে মিলন শেখ (৪৫)। হত্যার আগে ৪০০ টাকা দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি কিনে এনেছিল ঘাতক ইয়াসিন (১৫)।

সরেজমিনে রাজধানীর দক্ষিণখান থানা ও ঘটনাস্থল কোটবাড়ির চৌয়ারিরটেক এলাকায় ঘুরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইয়াসিন তার সৎ বাবা মিলন শেখকে ধারলো ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তার ভাইসহ এলাকার লোকজন উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিহতের ভাই ফখরুদ্দিন দুলাল ওরফে হৃদয় দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিসহ ইয়াসিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ইয়াসিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধু এলাকায়। সে দক্ষিণখানের কোটবাড়ীর চুয়ারিরটেক এলাকায় সৎ বাবার সঙ্গে ভাসমান অবস্থায় বসবাস করতো।

ইয়াসিনের স্বজনেরা জানান, ‘তার মা আছমা বেগমের প্রথম বিয়ে আজিজ নামের এক ব্যক্তির সঙ্গে হয়েছিল। সেই ঘরের সন্তান ইয়াসিন। আজিজ মারা গেলে মহর উদ্দিন ওরফে মিলন শেখের সঙ্গে আছমা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। সেই সংসারেই থাকতো ইয়াসিন’।

স্থানীয়রা জানান, 'ইয়াসিন এলাকার বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতো। লেখাপড়াও ছেড়ে দিয়ে কোনো কাজকর্ম করতো না সে। প্রতিদিনের মতো হঠাৎ করেই শনিবার রাতে কোথাও থেকে এসেই তার সৎ বাবার কাছে ৫০০ টাকা চায়। না দিতে পারায় ক্ষিপ্ত হয়েই তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বুকে ঘায়েল করে।’

নিহতের ভাই দুলাল ওরফে হৃদয় বলেন, 'গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইয়াসিন তার বাবার কাছে ৫০০ টাকা চায়। পারিবারিক টানাপড়নের কারণে ইয়াসিনকে টাকা দিতে পারেনি তার বাবা। এজন্যই ক্ষিপ্ত হয়ে ইয়াসিন তার সৎ বাবাকে চাকু দিয়ে বুকে আঘাত করে। পরে তিনি মারা যান'।

তিনি বলেন, 'ইয়াসিনকে ছোটবেলা থেকেই পালছি আমার ভাই-ভাবিসহ আমরা। আমরাই ওরে বড় করে তুলছি। ইয়াসিন এলাকার বখাটে ছেলেদের সঙ্গে চলতো। আর বাসা থেকে টাকা নিয়ে গিয়ে খরচ করতো। এসব কারণে সে লেখাপড়াও করতো না, কোনো কাজও করতো না। কোনো কিছু চেয়ে না পাইলেই এলাকার খারাপ ছেলেদের ভয় দেখাতো।’

‘পুলিশ ইয়াসিনকে গ্রেফতারের পর চাকুটি উদ্ধার করে। তখন ইয়াসিন পুলিশকে বলে, '৪০০ টাকা দিয়ে ওর (সৎ বাবা) জন্যই কিনে আনছি'- বলেন নিহতের ভাই হৃদয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাসির বলেন, 'সৎ ছেলের হাতে বাবা খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সেই সঙ্গে হত্যাকারী ছেলেকে গ্রেফতার করা হয়েছে।’

এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গরুর সঙ্গে শত্রুতা: গোয়ালঘরে কৃষকের গরু জবাই করলো দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে...

অভিমান ভুলে ঐক্যবদ্ধ মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স...

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দ...

সাদিক কায়েমের নেতৃত্বে ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অব...

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দ...

অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন ন...

জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ঝালকাঠিতে কর্মশালা

ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্...

তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?: শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ...

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে তাঁর পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দ...

অভিমান ভুলে ঐক্যবদ্ধ মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি নেতাকর্মীরা

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা