ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে প্রতারণার ফাঁদ পেতেছে আইআরডিপি

রংপুর ব্যুরো: রংপুর নগরীতে আইআরডিপি (ইন্টিগ্রেটেড রুরাল ডেফলভমেন্ট প্রোগ্রাম) নামে একটি প্রতিষ্ঠান প্রায় ৫ হাজার কোটি টাকার বাজেট নিয়ে ১৭টি খাতে প্রকল্প বাস্তবায়ন কর্মসূচি শুরু করেছে।

আরও পড়ুন: শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি

সরকারের সাথে এ নিয়ে কোনো অংশীদারিত্ব না থাকলেও সরকারী লোগো ব্যবহার করে প্রকল্প পরিচিতিপত্র প্রস্তুত করে বিতরণ করা হচ্ছে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় কি করে এমন একটি রহস্যে ঘেরা ফাঁদ পেতে সংস্থাটি কাজ করছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

অনুসন্ধানে দেখা গেছে, রংপুর নগরীর গোমস্তপাড়ায় গোপন অফিসে কার্যক্রম চালিয়ে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য খাতে এনজিওটি রংপুর বিভাগের ৫৩৫টি ইউনিয়ন পরিষদের কমিউনিট ক্লিনিক (হেল্থ সেন্টার) নির্মাণ কাজ শুরু করা জন্য দরপত্র আহ্বান করেছে।

এ পদ্ধতিতে সংস্থাটি সাড়ে ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। দরপত্রে উল্লেখ করা হয়েছে, রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্বিতল বিশিষ্ট হেল্থ কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রতিটি দরপত্র সংগ্রহের জন্য দরপত্র মূল্য ৪ হাজার টাকা ও জামানত হিসেবে ৫ লাখ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন: উপমহাদেশের তুলনায় ভালো নির্বাচন হয়েছে

ঠিকাদারী প্রতিষ্ঠানের জামানতের টাকা থেকে ওই মূলধন সংগ্রহ করা হবে। দরপত্র কোন পত্রিকায় ছাপা হয়েছে, এই প্রতিবেদকের কাছে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোস্তফা কামাল রাসেল।

জানা গেছে, তিনি একাধারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আবার রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্বিতল বিশিষ্ট হেল্থ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক।

তবে সংস্থাটি সম্পর্কে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ জানিয়েছেন, এ বিষয়ে তার দফতরে কোনো তথ্য নেই।

তিনি জানিয়েছেন, বিধি অনুযায়ী স্বাস্থ্য-চিকিৎসা সেবা বা হেল্থ কমপ্লেক্স নির্মাণ ও কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ও চুক্তি থাকতে হবে।

আরও পড়ুন: পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে আসবে

তা না করে সংস্থাটি কি করে রংপুর বিভাগের মধ্যে এই বিপুল সংখ্যক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্বিতল বিশিষ্ট হেল্থ কমপ্লেক্স নির্মাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে, তা বোধগম্য নয়।

তিনি আরও জানিয়েছেন, এটি বেআইনি কার্যক্রম। এছাড়া একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের নথিপত্রে বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে রংপুর পুলিশ রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির কাছে জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যেহেতু প্রতিষ্ঠানটি মেট্রোপলিটন এলাকায় অফিস স্থাপন করে কাজ চালিয়ে যাচ্ছে, তাই তাদের দফতর থেকে এ নিয়ে কাজ করার সুযোগ নেই।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোস্তফা কামাল রাসেল জানিয়েছেন, তাদের ১৭টি প্রকল্প আছে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এ সব প্রকল্পের মধ্যে তারা প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যখাতে কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়তে হবে

এরপর ভুমিহীন প্রান্তিক ক্ষুদ্র কৃষকের জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়ন, তাদের শস্য বহুমুখীকরণ, পুষ্টির উন্নয়ন, পশু পালন, মাছ চাষ, কৃষকের কাছে সহজ শর্তে যন্ত্রপাতি সরবরাহ, জলবায়ু পরিবেশ, কৃষকের নায্যমূল্যে পণ্য বিক্রি, নারী উন্নয়ন, জেন্ডার বৈষম্য দূরীকরণ, বিধাব, স্বামী পরিত্যাক্তা ও তালাকপ্রাপ্ত নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, শিশুশ্রম বন্ধ এবং মাদক ব্যবহার বন্ধসহ ১৭ খাতে তাদের প্রকল্প আছে।

এ জন্য তারা ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করবেন। কীভাবে এই বিপুল টাকা সংগ্রহ করবেন, তার কোন উত্তর তিনি সরাসরি দিতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, তাদের ১০ লাখ টাকা মূলধন নিয়ে তারা কাজ শুরু করেছেন।

এ জন্য সহযোগী সংগঠন হিসেবে যারা যুক্ত আছেন, তাদের প্রচারপত্রে সে সব সংস্থার লোগো ব্যবহার করা হয়েছে। তার মধ্যে রয়েছে- বাংলাভিশন ট্যুর এন্ড ট্রাভেল, পাওয়ার ফোর্স সিকিউরিটি সার্ভিস প্রা. লি. ও রামফা (রাসেল মিডিয়া এন্ড ফার্ম) এবং সৌহার্দ নেটওয়ার্ক।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী খুন

কিন্তু কোনো সংস্থার ঠিকানা ব্যবহার করা হয়নি। এমন কি রংপুর অফিসের কোন সাইনবোর্ড নেই। গোমস্তাপাড়ায় একটি গলির ভেতর প্রতিষ্ঠানটি অফিস কার্যক্রম চলছে।

যে সব প্রতিষ্ঠানের নাম রয়েছে- তাদের মধ্যে গার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, বিজ্ঞাপনী সংস্থা। অপরটির কোনো ব্যাখ্যা সংস্থার প্রধান নির্বাহী জানাতে পারেননি।

তার কাছে পাওয়া তথ্যে জানা গেছে, তারা দরপত্রের মাধ্যমে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় হেল্থ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেছেন। এ জন্য প্রতিটি হেল্থ কমপ্লেক্সের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ টাকা।

এ টাকার উৎস কোথায় জানতে চাইলে তিনি জানিয়েছেন, সহযোগী সংগঠনগুলো টাকা সরবরাহ করবে।

ফাউন্ডেশনের কার্যক্রম সেচ্ছাসেবী ও অলাভজনক হলে কী করে রংপুর বিভাগের ৫৩৫টি উপজেলা ও ইউনিয়ন হেল্থ কমপ্লেক্সের জনবল ও প্রতিষ্ঠানের খরচ চালানো হবে এ প্রসঙ্গে সংস্থার প্রধান নির্বাহী মোস্তফা কামাল রাসেল জানিয়েছেন, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন নিয়েছি।

সংস্থাটি সম্পর্কে অনুসন্ধানে আরও উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। নথিপত্রে দেখা যায়, এই প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ঢাকা সমাজসেবা অধিদফতর থেকে নিবন্ধনকৃত।

আরও পড়ুন: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সেখানে প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে ‘আদর্শ যুব কর্মসংস্থা’ (এ জে কে এস)। ঠিকানা লেখা রয়েছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার, কালিবাড়ী বাজার।

তাদের শুধু গাইবান্ধা জেলায় কর্মক্রম পরিচালনার কথা ওই নিবন্ধনে লেখা রয়েছে। এরপর সংস্থাটি নাম পরিবর্তন করে ‘আদর্শ যুব কর্মসংস্থা ফাইন্ডেশন’ জয়েন্ট স্টক কম্পানি এন্ড ফার্ম কর্তৃক নিবন্ধন করে।

সমাজসেবা আইন ১৯৬১ সালের সেচ্ছাসেবী সমাজক্যল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অনুযায়ী ৪৬ নম্বর অধ্যাদেশের আওয়তায় সমাজসেবা অধিদফতর নিবন্ধন দিয়ে থাকে।

সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, নিবন্ধকৃত নামের কোনো পরিবর্তন ও এলাকার বাইরে কার্যক্রম পরিচালনা করা হলে, সে নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এরপরও কি করে সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং রহস্যঘেরা প্রতারণার ফাঁদ পেতেছে, তা নিয়ে কোন সরকারী সংস্থার নজরদারী নেই। এ নিয়ে জেলা প্রশাসনের দফতরের কোনো তথ্য নেই বলে জানা গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

মুন্সীগঞ্জে অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লাল নামের এক ব্যক্তির গুদামঘরে...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২)...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা