শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু
সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলছে

নিজস্ব প্রতিবেদক:

টানা নয়দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন।

বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. সাফায়াত হোসেন বলেন, সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচলের উপযোগী না হওয়ায় এ রুটে রো রো ফেরি বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া তিন নম্বর ঘাট এলাকায় দেখা দেয় পদ্মার আকস্মিক ভাঙন। ভাঙনে মুহূর্তেই নবনির্মিত খাবার হোটেল পদ্মাসহ ঘাটের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবং কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন আতঙ্কে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির (মেরিন) ম্যানেজার জানান, এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষামূলক ভাবে দুটি কে টাইপ ফেরি ক্যামিলিয়া ও কাকলী এবং রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। ফেরি ক্যামিলিয়া ও কাকলী কাঁঠালবাড়ি ঘাটে সহসা পৌঁছাতে পারলেও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চ্যানেলের মুখে স্রোতে কিছুক্ষণ সময়ের জন্যে আটকে পড়ে। পরে সন্ধ্যা ছয়টার দিকে কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে পৌঁছে। চ্যানেল এলাকায় কিছু সমস্যা থাকায় রাতে ফেরি চলাচল বন্ধ থাকে।

গত ০৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে নাব্যতা সংকট ও প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা