ছবি : সংগৃহিত
সারাদেশ

পাখি ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম তাশফিয়ান আতিফ (২২)। তিনি রবিনহুড নামে একটি পোষা পাখি উদ্ধারকারী দলের কর্মী ছিলেন। এ ঘটনায় দলের আরও ২ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

নিহত আতিফ পুরান ঢাকার লালবাগের চান্দিঘাট এলাকার নাজমুল ইসলামের ছেলে। তিনি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আতিফ শখ হিসেবে পোষা পাখি উদ্ধারকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন বলে জানান তার স্বজনরা।

আরও পড়ুন: নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

রবিনহুড খ্যাত উদ্ধারকারী দলের প্রধান রবিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সংবাদ পেয়ে হাসনাবাদ এলাকায় বিদ্যুতের তারে বসে থাকা একটি পোষা পাখি উদ্ধার করতে গেলে উদ্ধারকারীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে গেলে আতিফকে রাত সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শফিকুল ইসলাম নামে দগ্ধ একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন আছেন। রূপক নামের অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বস্তা থেকে মিলল নারীর অর্ধগলিত লাশ

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩ জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে নেওয়া হয়েছিল। পরে তাদের একজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতব্যক্তির শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা