বেনাপোল স্থলবন্দর
সারাদেশ

বেনাপোলে ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের জায়গা স্বল্পতায় আমদানি পণ্য খালাসে জটিলতাসহ নানা অভিযোগে ভারতীয় ট্রাকচালকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত পণ্য খালাস ব্যবস্থার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘গত সপ্তাহে ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাকশ্রমিকদের ইউনিয়ন বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল, ‘বেনাপোল বন্দরে দ্রুত পণ্য খালাসে স্থায়ী ব্যবস্থা না হলে তারা ৭ সেপ্টেম্বর থেকে পণ্য পরিবহন বন্ধ রাখবেন। এ সংক্রান্ত একটি চিঠিও তারা বিভিন্ন দপ্তরে পাঠান। পরে আমরা বিষয়টি নিয়ে ট্রাকশ্রমিক নেতাদের সঙ্গে কথা বলি। সেখানে ফলপ্রসূ আলোচনায় তারা ধর্মঘট তুলে নেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক চলছে।’

বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ বলেন, ‘বেনাপোল বন্দরের অবকাঠামো সমস্যায় আমাদের দীর্ঘ সময় পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। যার কারণে আমাদের শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন। তবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ উন্নয়নের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘ভারতীয় ট্রাকচালকেরা বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ এনে এ পথে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে। খুব দ্রুত এ বন্দরের সমস্যা সমাধান হবে জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে ধর্মঘট তুলে নিয়েছেন।’

‘আমরা ইতোমধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করেছি। এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যগার বাড়ানো, চুরি রোধে সিসি ক্যামেরা ও বন্দরের চারপাশে প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচন কমিশনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে মুক্তিজোটের প্রস্তাব

আজ সোমবার (১২ মে) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্তে সাত সদস...

বিতর্কিত স্লোগান ও জাতীয় সংগীতে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির ব্যাখ্যা

সম্প্রতি আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলগত বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আয়...

ইউরোপীয় শক্তিগুলোকে ‘সংঘাতের কৌশল’ না নিতে ইরানের হুঁশিয়ারি

ইউরোপীয় শক্তিগুলোকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘সংঘাতমূলক কৌশল&rs...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (১২ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

১২ মে: উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্মদিন

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ মে ১৮৬৩ – ২০ ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙাল...

সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে আগরতলায় বিজিবি-বিএসএফ বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে...

কার্ডের প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া নারী আটক

শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নিঃস্ব নারীকে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার...

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ: ট্রেন অবরোধ

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস...

১৩ মে: দাবাড়ু নিয়াজ মোর্শেদের জন্মদিন

নিয়াজ মোর্শেদ (জন্ম: ১৩ মে ১৯৬৬), যিনি মোর্শেদ নামে পরিচিত, বাংলাদেশের দাবাড...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা