ছবি : সংগৃহিত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে হামলা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলায় ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উখিয়ার ১৫ ও ১৭ নম্বর ক্যাম্পে এই হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়। এর আগে একইদিন দুপুরে আরেকজন রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের এইচ/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫), মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬), ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭)।

আরও পড়ুন: চার লক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮)।

ওসি শামীম হোসেন বলেন, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত ও কয়েকজন গুলিবিদ্ধ হন।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এই এলাকায় এপিবিএন ও পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: বিদেশিদের চাপ দেয়ার অধিকার নেই

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। এ নিয়ে একইদিনে (মঙ্গলবার) রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় মোট ৪ রোহিঙ্গা নিহত হয়েছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত অ...

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা