জেলা প্রতিনিধি: বগুড়া জেলার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার জুয়েল হোসেন (৩১) নামের নিহত হয়েছেন।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন
বুধবার (৬ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর রাস্তার পাকরাইলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তিনি।
জানা যায়, জুয়েল তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে যাওয়ার পথে পাকরাইলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পড়ে যায়। এই সময় আক্কেলপুরগামী অপর একটি মোটরসাইকেল তার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রাক-কাভার্ড ভ্যানে চাপা পড়ে নিহত ১
থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জুয়েল হোসেন নিহতের এ ঘটনাটি নিশ্চিত করে জানান, এই বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            