জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের মুন হোটেল আবাসিক থেকে অজ্ঞাত এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: ১০ ডিসেম্বর সমাবেশ হচ্ছে না
সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ ঐ মরদেহ উদ্ধার করেছে। শ্রীমঙ্গল থানার পুলিশ উপপরিদর্শক (ওসি) তদন্ত মো. আমিনুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আমরা খরব পেয়ে হোটেল মুন আবাসিকের ২০৩ নম্বর রুম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি।
আরও পড়ুন: দিনাজপুরে বাসে আগুন
নিহত ওই ব্যক্তির কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। কী কারণে মারা তিনি গেছেন, ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানায় এ কর্মকর্তা।
সান নিউজ/এএ