নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সমাবেশ হচ্ছে না বলে জানান তিনি।
আরও পড়ুন: ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এ মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এমন একটা কর্মসূচি আমাদের ছিল। নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছিলাম। তারা সে আবেদন গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সেই আশঙ্কা করছে। যে কারণে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বিধির বাইরে আমরা নির্বাচনে যেতে চাই না।
আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে বিমানবন্দর প্লাবিত
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে। নির্বাচন বানচাল করতে যারা হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।
এই সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
সান নিউজ/এএ