সংগৃহীত
সারাদেশ

হিলিতে ডিমের দাম কমেছে 

জেলা প্রতিনিধি: সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার ১ সপ্তাহ পর দিনাজপুরের হিলি বাজারে হালিতে ২-৪ টাকা কমেছে ডিমের দাম। প্রকার ভেদে ৫০-৫২ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে সরকারের বেধে দেওয়া ৪৮ টাকা হালিতে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন। সাধারণ ক্রেতারা দাম কমে যাওয়ায় খুশি।

আরও পড়ুন: ৩টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার ২

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি ডিম বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্যবসায়ীরা প্রতি হালি ডিম বিক্রি করেছেন ৫০-৫২ টাকা হালিতে। বর্তমান দাম কমিয়ে তা বিক্রি করছেন ৪৮ টাকা হালিতে।

ডিম কিনতে আসা আব্দুল রাজ্জাক জানান, ডিম একটি গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। এর আগেও ২৬-৩০ টাকা হালি ছিলো। দাম বাড়তে বাড়তে ৫২ টাকায় ঠেকে ছিলো। আজ ৪৮ টাকা হয়েছে। সরকার যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাহলে হয়তো অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না।

আরও পড়ুন: পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ২

ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জানায়, বাজার মনিটরিং আর ভারত থেকে ডিম আমদানিতে সরকার অনুমতি দিয়েছে। যার কারণে মোকামে কিছুটা দাম কমিয়েছে। গত সপ্তাহে ৫০-৫২ টাকা হালি বিক্রি করেছি। বর্তমানে আমরা সরকারি রেটে ৪৮ টাকা হালি বিক্রি করেছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। আলু, ডিম ও পেঁয়াজ ও বিভিন্ন নিত্যপণ্য সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। বাজার দর স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা