ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল চুরির ২৪ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। সেই সাথে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সফিকুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, গত বুধবার (২৩ আগষ্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সোনার বাংলা রিসোর্টের সামনে থেকে একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের তাৎক্ষনিক নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন রাস্তার নীচ হতে চুরিকৃত ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে জড়িত থাকায় পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে মো: সফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
আরও পড়ুন : গ্রেফতারের ২০ মিনিট পর জামিন
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, আটককৃত সফিকুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            