জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানায় লোহার রড চাপায় মো. শাকিল (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
শনিবার (১৩ মে) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় মুনতাহা স্টিল মিলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাকিল ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওই কারখানার ভেতরে কোয়ার্টারে থাকতেন।
আরও পড়ুন : নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
কারখানার তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) মো. শাহীন বলেন, কারখানায় তৈরি লোহার রড শিপমেন্টের জন্য দুজন শ্রমিক গাড়িতে তুলছিলেন। অসাবধানতাবশত রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের তিনি মারা যান।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            