জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
শনিবার (১৩ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- সাঁড়া গোপালপুর গ্রামের পাঞ্জুর ছেলে হৃদয় (১০), একই এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।
নিহত জাহিদ মণ্ডলের বাবা বাচ্চু মণ্ডল বলেন, আজ (শনিবার) বেলা ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিনচালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল। তারা তিনজনই প্রায় সমবয়সী।
আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পুকুরে পানিতে খুঁজাখুঁজির এক পর্যায়ে তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            