জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (১৯) ও জাহিদুল ইসলাম (১৯) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার
নিহতরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার রাতে তারা ২ বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এরই পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ২জনের মৃত্যু হয়। এই খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            