সারাদেশ

লক্ষ্মীপুরে প্রস্তুত হচ্ছে ১৮৫ আশ্রয়কেন্দ্র

সান নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুর্যোগ পরবর্তীতে করণীয় এবং জানমালের ক্ষতি এড়াতে ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার কাজ চলছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ৪২০ মেট্রিক টন চাল ও নগদ ৮ লাখ ১২ হাজার টাকা মজুত রেখেছে।

আরও পড়ুন: সুন্দরবনের নদ-নদীর পানি বেড়েছে

উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে গঠন করা হয়েছে ৬৪টি মেডিকেল টিম। এছাড়া আরও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক সভায় এসব ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় জেলার উপকূলের বাসিন্দাদের জানমালের ক্ষতি এড়ানোসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম কিছু প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করতে নির্দেশনা দেওয়া হয়। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের মানুষদের সহায়তা দিতে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও নন্দন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় চার হাজার কর্মী প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: সুপার সাইক্লোন হতে পারে মোখা

রামগতি চর আব্দুল্লাহ্ ও রায়পুর উপজেলার চর কানিবগাসহ টুনির চরের বসবাসরত মানুষদের এখনও আশ্রয়কেন্দ্রে আসতে দেখা যায়নি। শেষ সময়ে এসব এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নেয়।

এদিকে লক্ষ্মীপুর গত কয়েকদিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা কম থাকলেও তেমন বাতাস নেই। মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় 'মোখার' কোনো প্রভাব দুপুর পর্যন্ত লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য, প্রবল ঘূর্ণিঝড় থেকে শুক্রবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’। এরপর থেকে মাছ ধরা নৌকা নিয়ে জেলেরা সমুদ্র ছেড়ে উপকূলবর্তী লক্ষ্মীপুরের মেঘনা এলাকায় নিরাপদ স্থানে আসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, মেঘনা নদীর উপকূলবর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলা এলাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা