ছবি : সংগৃহিত
সারাদেশ

টঙ্গীবাড়িতে রাস্তার মাটি কেটে বাড়ি নির্মাণ!

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ভোরন্ডা গ্রামে যাতায়াতের রাস্তার মাটি কেটে নিয়ে নিজের বসত বাড়ি ভরাট করছেন ওই গ্রামের আমির হোসেন শেখ।

আরও পড়ুন : ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

মাটি কাটার আগে সে ওই রাস্তার পাশের ২২টি মেহগনি গাছও কেটে বিক্রি করে দিয়েছে। পরে রাস্তার কিছু অংশের মাটি কর্তন করে নেওয়ার পরে ওই রাস্তায় খুঁটি গেড়ে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।

এতে বিপাকে পরেছে ওই রাস্তা দিয়ে যাতায়াতাকারী আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় ও ভোরন্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কয়েকশত শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। এছাড়াও তিনি ৩ ফসলি জমির মাটি বেকু দিয়ে কেটে নিয়ে নিজে বসতবাড়ি ভরাট করছেন আমির হোসেন।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের স্বতন্ত্র কবরস্থান

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরন্ডা গ্রামের আমির হোসেন এর বাড়ির সামনের রাস্তার পূর্ব পাশের বিস্তীর্ণ মাটি কেটে তার পাশেই আমির হোসেন বসত বাড়ি ভরাট করছেন। ওই রাস্তার মাটি ছাড়াও রাস্তার পাশের আরো দুটি তিন ফসলি জমির বিস্তীর্ণ অংশের মাটি বেকু দিয়ে কর্তন করে চলছেন আমির হোসেন। বেকু দিয়ে মাটি কাটার ফলে পাশের ৩ ফসলি জমিগুলির মাটি এবং রাস্তার অবশিষ্ট মাটি ধসে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

ভোরেন্ডা গ্রামের আউটশাহি রাধানাথ উচ্চ বিদ্যালয় ৭ম শ্রেনীর ছাত্র জাহিদ সিকদার বলেন, আমরা এখানকার রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখন এ রাস্তা বন্ধ হয়ে গেলে তিন কিলোমিটার রাস্তা ঘুরে স্কুলে যেতে হবে। আমাদের গ্রামের তিন থেকে চারশো ছাত্রছাত্রী প্রাইমারি এবং হাই স্কুলে পড়ে তারা সবাই এই রাস্তা দিয়ে যায়।

আরও পড়ুন : ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঐ গ্রামের মোজাম্মেল হোসেন বলেন ,জন্মের পর হতে দেখছি ভোরেন্ডা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে সুবচিনি বাজারসহ আশেপাশের এলাকায় যাতায়াত করছে। বেশ কয়েক বছর আগে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে এ রাস্তাটিতে মাটি ভরাট করে।

কিন্তু নিজের সম্পত্তি দাবি করে আমির হোসেন রাস্তাটি বন্ধ করে দিয়ে বর্তমানে রাস্তার মাটি বেকু দিয়ে কেটে নিয়ে বসত বাড়ি তৈরি করছে। এতে আমাদের ৩ কিলোমিটার ঘুরে হাটবাজারে যেতে হবে।

এ ব্যাপারে স্থানীয় ঠান্ডু শিকদার বলেন, আমি আমার নিজের টাকায় গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তাটিতে মাটি ভরাট করে দেই। রাস্তাটি বেঁধে দেওয়ার পরে, রাস্তায় ২২টি মেহগনি গাছ লাগিয়েছিলাম। গাছগুলো সবেমাত্র একটু বড় হয়েছে। সেই গাছগুলো ২২ হাজার টাকা বিক্রি করেছে আমির হোসেন।

আরও পড়ুন : ইমামকে মারধর করল হাসপাতাল মালিক

এছাড়া সে রাস্তার মাটি কেটে নিয়ে নিজে বাড়ি বানাচ্ছে। রাস্তাটির মধ্যের অংশে খুঁটি পুতে মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । তহসিলদার এসে মাটি কাটতে নিষেধ করে গেছে তারপরও সে কাটছে।

এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেন রাস্তার সম্পত্তি তার নিজের দাবী করে বলেন ,আমি আমার সম্পত্তির মাটি কাটছি। আমি আমার জমির উপর দিয়ে কোন রাস্তা দিব না। পাশের ফসলি জমির মাটির কাটার অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে, সে বলে ধরে নেন আমি অনুমতি নিয়েছি। তবে অনুমতিপত্র দেখতে চাইলে অথবা কার কাছ থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে সে কোন সদুত্তর দেয়নি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে ব্যবস্হা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

প্রার্থী হওয়ার ঘোষণার পর হত্যার হুমকি, গানম্যান চাইবেন হিরো আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমক...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরব...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা