জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন : হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস লিমিটেড নামে কারখানার একটি শেডে আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সাড়ে ১২টার কিছু সময় পর আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সান নিউজ/এসআই
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            