জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি
সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে খরনা ইউনিয়নে ফেসকচাপড় গ্রামে গাছে তেঁতুল পাড়তে উঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে আশারাফ তার দুই বন্ধু আফজাল ও শাহিনের সঙ্গে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে তেঁতুল পাড়ার জন্য গাছে ওঠেন আশরাফ। এসময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা আশরাফ আলীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            