কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৩০০পিস ইয়াবাসহ ইয়াছিন আলী ওরফে তোতা মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ইয়াছিন ওরফে তোতা সাহেবের আলগা ইউনিয়নের মেকুরের আলগা গ্রামের ফজর আলীর পুত্র।
রোববার (২৬ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের মেকুরের আলগা গ্রামের মাদক কারবারি ইয়াছিন আলীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
আরও পড়ুন : নদীতে নেমে যুবক নিখোঁজ
সোমবার (২৭ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            