সারাদেশ

থমকে আছে বরিশাল সিটির উন্নয়ন

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বরিশাল শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ১৩ জানুয়ারি। ১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা ছিল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)। এরপর মেয়র বদলেছেন। বদলে গেছে উন্নয়নের রেখাপাতও। মন্থরগতিতে চলা এই অডিটরিয়াম নির্মাণ নিয়ে ২০১৮ সালের নতুন আশা সঞ্চার হয় বরিশালবাসীর মনে।

প্রত্যাশা ছিল, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত বিসিসির নতুন পরিষদ জাতির জনকের নামে গড়ে ওঠা ভবনের নির্মাণকাজ শেষ করবেন। কিন্তু বাস্তবতায় তা ভিন্ন। পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বহুল প্রত্যাশিত সেই অডিটোরিয়াম নির্মাণের কাজ।

এমন অজস্র উন্নয়ন কাজ প্রতিশ্রুতির ভাজে ফাইলবন্দি হয়ে রয়েছে নগর ভবনে।

২০১৮ সালের ২৩ অক্টোবর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র পদের দায়িত্ব নিয়ে জানিয়েছিলেন, বরিশাল নগরীর উন্নয়নে ১৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বরাদ্দ এখনো এসে পৌঁছেনি। যে কারণে উন্নয়নের চমক দেখাতে পারেনি তার নেতৃত্বাধীন পরিষদ। মূলত আর্থিক বরাদ্দ না আসায় নগরীর সব উন্নয়ন কর্মকাণ্ড থেমে গেছে। ফলে দুর্ভোগ-দুর্দশায় দিনাতিপাত করছেন ৫৮ বর্গকিলোমিটারের প্রায় পাঁচ লাখ বাসিন্দা।

নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের পর গত ২০ মাসেও উন্নয়নের চাকা ঘুরছে না বরিশাল নগরে। দিনে দিনে বেহালদশার সৃষ্টি হয়েছে সড়কে। চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে অনেক সড়ক। জলাবদ্ধতা ভয়াবহ রুপ নিয়েছে নগরে। মশার যন্ত্রণায় অতীষ্ট নগরবাসী। রাতে বেশিরভাগ এলাকা থাকে অন্ধকারাচ্ছন্ন। আর নগরীর বর্ধিতাংশের ন্যূনতম খোঁজ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বাসিন্দারা।

নগরবাসীর দাবি, নগর সেবার বিপরীতে ট্যাক্স বাড়ানো হয়েছে, কিন্তু সেবা বাড়েনি। তারা মনে করেন, বর্তমান পরিষদের উচিত দ্রুত বরাদ্দ এনে নগরবাসীর উন্নয়নে কাজ শুরু করা।

সাবেক মেয়র প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল হােসেন তাপস মনে করেন, ‘ফান্ড আনতে হলে যোগাযোগ রাখতে হয়। একটু যাওয়া আসা করে সরকারকে বুঝিয়ে ফান্ড আনতে হয়। এই পরিষদের সেই যোগ্যতার অভাব দেখছি।’

আরেক সাবেক মেয়র প্রার্থী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘নতুন কোনো প্রকল্প বর্তমান পরিষদের মাধ্যমে হতে দেখছি না। অথর্ব অবস্থায় বরিশাল সিটি করপোরেশনকে দেখে বরিশালবাসী ক্ষুব্ধ।’

কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাড. এ কে আজাদ বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরে স্থবির অবস্থা বিরাজ করছে।’

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, তিনি (মেয়র) ফান্ড বেইজ করবেন। তিনি কারিশমা দেখাবেন। কিন্তু সেই কারিশমার জায়গাটি এখন পর্যন্ত কিছুই লক্ষ্য করছি না।’

নগরবাসীর দুর্ভোগ লাঘবে সরকারকে বরাদ্দ দেওয়ার দাবি জানান সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘বর্তমান সরকারকে বলবো, বরিশাল সিটি করপোরেশনকে বরাদ্দ দিতে। এখানকার মানুষ উন্নয়ন পাচ্ছেন না। প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।’

তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু মনে করেন, ‘শিগগিরই বরাদ্দের টাকা এলে সমন্বিত উন্নয়নের যে রুপরেখা তৈরি করেছি, তা বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

গার্মেন্টস শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেল...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

গার্মেন্টস শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা