সারাদেশ

মহাসড়কে চেকপোস্ট বসাতে পারবে না বাসমালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : বরিশাল মেট্রোপলিটন এলাকায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার জেলার সড়কে চলাচল করতে পারবে না। আবার জেলায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার মেট্রোপলিটন এলাকার সড়কে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে বাসমালিক সমিতি সড়কে চেকপোস্ট বসাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের কার্যালয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠী জেলা বাসমালিক সমিতি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, সভায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় থ্রি-হুইলার যানবাহন চলাচলে বাসমালিকদের বাধা দেওয়ার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুইপক্ষ। সভায় সিদ্ধান্ত হয়, মেট্রোর থ্রি-হুইলার জেলার মহাসড়কে এবং জেলার থ্রি-হুইলার মেট্রো এলাকায় প্রবেশ করছে কি-না, সে বিষয়টির দেখভাল করবে পুলিশের ট্রাফিক বিভাগ। কোনো ব্যক্তি বা সংগঠনের কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না। যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখিত এলাকায় থ্রি-হুইলার চলাচলে বাধা কিংবা চালক-শ্রমিকদের মারধর যেন কেউ না করেন, তারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালকদের মারধর ও যাত্রীদের লাঞ্ছিত করে আসছিলেন বরিশাল-পটুয়াখালী বাসমালিক সমিতির নেতারা। এ নিয়ে প্রায়ই টেম্পো শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছিলো। সর্বশেষ গত শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীদের নিয়ে তিনটি মাহিন্দ্রা বাকেরগঞ্জ ও নলছিটির উদ্দেশ্যে রওনা হয়। ওই তিনটি মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাওয়ার পথে মালিক সমিতির চেকপোস্টে থাকা লোকজন তাদের গতিরোধ করেন। মহাসড়কে যাত্রী পরিবহনের ‘অপরাধে’ মাহিন্দ্রা চালক লাবলু, মনোয়ার ও নূরুকে মারধরসহ যাত্রী থাকাবস্থায় তিনটি মাহিন্দ্রার সামনের গ্লাস ভাঙচুর করা হয়। বাসমালিকরা এ বিষয়ে উল্টো মাহিন্দ্রা চালকদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তারা দুইজন বাসমালিককে কুপিয়ে জখম করেছেন। এরপর আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধ রাখেন। তবে পুলিশের তদন্ত প্রতিবেদনে বাস মালিক সমিতির অভিযোগ মিথ্যা এবং তাদের চেকপোস্টটি অবৈধ প্রমাণিত হওয়ায় তা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করে বিএমপির ট্রাফিক বিভাগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দুই য...

কটিয়াদীর যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবক মালয়েশিয়া চাকরিরত অবস্থায় এক মর্মান্ত...

বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণ ও হুমকির’ প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ত...

নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি

দুই দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে দুই ঘন্টার কর্...

সবার আগে বাজারে সোনারগাঁয়ের রসালো লিচু

বাংলার আদি রাজধানী এবং মসলিন শাড়ির জন্য বিখ্যাত ন...

লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের কর্মবিরতি

বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিস...

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা