সারাদেশ

মহাসড়কে চেকপোস্ট বসাতে পারবে না বাসমালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : বরিশাল মেট্রোপলিটন এলাকায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার জেলার সড়কে চলাচল করতে পারবে না। আবার জেলায় লাইসেন্সপ্রাপ্ত থ্রি-হুইলার মেট্রোপলিটন এলাকার সড়কে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে বাসমালিক সমিতি সড়কে চেকপোস্ট বসাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদারের কার্যালয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠী জেলা বাসমালিক সমিতি এবং থ্রি-হুইলার মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, সভায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় থ্রি-হুইলার যানবাহন চলাচলে বাসমালিকদের বাধা দেওয়ার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন দুইপক্ষ। সভায় সিদ্ধান্ত হয়, মেট্রোর থ্রি-হুইলার জেলার মহাসড়কে এবং জেলার থ্রি-হুইলার মেট্রো এলাকায় প্রবেশ করছে কি-না, সে বিষয়টির দেখভাল করবে পুলিশের ট্রাফিক বিভাগ। কোনো ব্যক্তি বা সংগঠনের কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না। যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখিত এলাকায় থ্রি-হুইলার চলাচলে বাধা কিংবা চালক-শ্রমিকদের মারধর যেন কেউ না করেন, তারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেকপোস্টের নামে থ্রি-হুইলার চালকদের মারধর ও যাত্রীদের লাঞ্ছিত করে আসছিলেন বরিশাল-পটুয়াখালী বাসমালিক সমিতির নেতারা। এ নিয়ে প্রায়ই টেম্পো শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছিলো। সর্বশেষ গত শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীদের নিয়ে তিনটি মাহিন্দ্রা বাকেরগঞ্জ ও নলছিটির উদ্দেশ্যে রওনা হয়। ওই তিনটি মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাওয়ার পথে মালিক সমিতির চেকপোস্টে থাকা লোকজন তাদের গতিরোধ করেন। মহাসড়কে যাত্রী পরিবহনের ‘অপরাধে’ মাহিন্দ্রা চালক লাবলু, মনোয়ার ও নূরুকে মারধরসহ যাত্রী থাকাবস্থায় তিনটি মাহিন্দ্রার সামনের গ্লাস ভাঙচুর করা হয়। বাসমালিকরা এ বিষয়ে উল্টো মাহিন্দ্রা চালকদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তারা দুইজন বাসমালিককে কুপিয়ে জখম করেছেন। এরপর আড়াই ঘন্টা বাস চলাচল বন্ধ রাখেন। তবে পুলিশের তদন্ত প্রতিবেদনে বাস মালিক সমিতির অভিযোগ মিথ্যা এবং তাদের চেকপোস্টটি অবৈধ প্রমাণিত হওয়ায় তা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করে বিএমপির ট্রাফিক বিভাগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্যানার টানানোকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যান...

গাজায় যুদ্ধ শেষ নয়: ইসরায়েলি সেনাপ্রধানের ঘোষণা

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া&rsqu...

চোখের জলে কালামের শেষযাত্রা, স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম

একটি দুর্ঘটনা কতটা নিঃস্ব করে দিতে পারে, শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের...

নির্বাচনের আগেই আত্মপ্রকাশ ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান...

পদ্মার তীরে দিয়াশলাই ধরালে বালুতে জ্বলছে আগুন

বালুর নিচ থেকে বুদবুদ উঠছে, আর দিয়াশলাই ধরালে বালুর ওপর আগুন জ্বলতে দেখা গেছে...

মোরেলগঞ্জে অসহায় বৃদ্ধের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ বিশারীঘাটা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জ...

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনকে দুদকে তলব

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমি...

জিকির করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করে আমার ছেলে

তিন বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে...

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা ডিসেম্বরের প্রথম সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা