( ছবি সংগ্রহ : কামরুজ্জামান স্বাধীন)
সারাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজারে বাস চাপায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : এসএসসি-১৯৭৯ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ত্রিমোহনী বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঢাকাগামী দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহত এক ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ছেলেকে আমার লিভার দেব, আপনারা অপারেশনের খরচ দেন

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি অটোচালক আব্দুল হান্নান (৪৫)। হান্নান সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাটের মৃত নজির হোসেনের ছেলে বলে জানা গেছে। নিহত অপর ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া ‘আমার পরিবহন’ নামে একটি বাস ত্রিমোহনী বাজার মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিমে দাঁড়িয়ে থাকা একাধিক ব্যক্তি ও অটো রিকশাকে চাপা দিয়ে স্থানীয় একটি দোকানে উঠে যায়।

আরও পড়ুন : মায়ের সাথে কথা কাটাকাটি করে ফাঁস দিল মেয়ে

এতে ওই স্থানে থাকা অটোরিকশা চালক সহ ৬ ব্যক্তি গুরুতর আহন হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যাক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত ৫ ব্যাক্তিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান নামে এক অটোচালককে মৃত ঘোষণা করেন।

আহত অপর ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর তিন ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আওয়ামীলীগের ৭ নেতাকে পদ থেকে অব্যাহতি

স্থানীয়দের অভিযোগ, দোকানপাটের বারান্দা অবৈধভাবে বর্ধিত করায় ত্রিমোহনী বাজার মোড়টি সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়াও যানবাহনগুলো মাত্রাতিরিক্ত গতি নিয়ে বাজার এলাকা অতিক্রম করায় সবসময় দূর্ঘটনার ঝুঁকি থেকে যায়।

এসব বিষয়ে নজর না দিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান স্থানীয়রা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহিনুর রহমান শিপন হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দূর্ঘটনায় আহত ৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজের ৩দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

আরেক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সদর থানা পুলিশ জানায়, নিহত এক ব্যক্তির মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। হান্নান নামে অপর ব্যাক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

এসআই জাহিদ বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানম...

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা