এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : 'আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদের চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে নিহত ১৫
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, আরএমও ডা. মো. জাহিদুল হক,ঈশ্বরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া, ঈশ্বরগঞ্জ পৌর বাজার কমিটির সম্মানিত সদস্য মোশাররফ হোসেন ফারুক, শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি আব্দুল হেকিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর