সারাদেশ

প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা দাবি এক আওয়ামী লীগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার দুই ছেলে এবং নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী দেলোয়ারা বেগম।

দেলোয়ারা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়া ছিলেন তালমা ইউপির দীর্ঘদিনের নির্বাচিত চেয়ারম্যান। তার মৃত্যুর পর উপ-নির্বাচনে চেয়ারম্যান হওয়া দেলোয়ারার দুই ছেলে হলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, যমুনা গ্রুপের পরিচালক অ্যাড. মো. জামাল হোসেন মিয়া এবং ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া।

সংবাদ সম্মেলনে এই মা অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত থেকে আসা অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে দলেরই একটি অংশ হামলা-মামলা ও হয়রানি করে আসছেন। দুই উপজেলায় দলের নেতৃত্ব দেওয়া দুই ছেলের সঙ্গে থাকা দুর্দিনের পরীক্ষিত আওয়ামী লীগের কর্মীদেরও বাড়ি-ঘর ছাড়া করে রাখা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় ফরিদপুর শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টের এই সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছেলে অ্যাড. মো. জামাল হোসেন মিয়া। অন্য ছেলে কামাল হোসেন মিয়া ছাড়াও তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ শেখ, সাব্বির সরদারসহ দুই উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে দেলোয়ারা বেগম বলেন, ‘নগরকান্দা ও সালথা উপজেলায় ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার হিসেবে আমরা কাজ করে চলেছি সব সময়। এজন্য দলের দুর্দিনে বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হয়েছি। আমার প্রয়াত স্বামীর সেই রাজনীতির ধারায় আমার দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে সব সময়। তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত শাহদাব আকবর লাবুর নেতৃত্বে দলের একটি অংশ বিএনপি ও জামায়াত থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদের মুক্তিযোদ্ধা পরিবারকে হামলা ও মামলা দিয়ে হয়রানি করছেন। আমার দুই ছেলের সঙ্গে থাকা ছেলের সঙ্গে থাকা দুর্দিনের পরীক্ষিত আওয়ামী লীগের কর্মীদেরও বাড়ি-ঘর ছাড়া করে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের এখন জীবনের নিরাপত্তা দিয়ে বাঁচানোর মালিক একমাত্র আপনি।’ লিখিত বক্তব্যে একইসঙ্গে এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারেরও হস্তক্ষেপ কামনা করেন।

অ্যাড. মো. জামাল হোসেন মিয়া বলেন, ‘আমরা আওয়ামী লীগের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছি, প্রত্যেকটি নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করি। এটাই আমাদের অপরাধ। আমাদের আওয়ামী লীগ কর্মীদের প্রতিনিয়ত নির্যাতন করে চলেছেন অনুপ্রবেশকারীরা।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (১৪ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

প্রথম ভালোবাসায় কী হয়েছিল প্রীতি জিনতার?

অভিনয়ে না থাকলেও প্রায়ই খবরের শিরোনাম হন ‘কাল হো না হো’ তারকা প্র...

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

মধ্যপ্রাচ্য সংকট যেন বেড়েই চলেছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনার...

পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি ভারতের

আবারো পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ পুরো কাশ্মীরকেই নিজেদের ভূখণ্ড দাবি...

মাঠে বিএনপি, লক্ষ্য তরুণ ভোটার

মাঠে নেমেছে বিএনপি; লক্ষ্য তরুণ ভোটারদের কাছে টানা। দলটির নীতিনির্ধারকরা বলছে...

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপুর্ণ রেল অবরোধ, স্বারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবস্থান,শান্তিপুর্ণ রেল অবর...

বগুড়ায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্...

সাম্যের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (১৫ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের প...

১৫ মে: বিপ্লবী চারু মজুমদারের জন্মদিন

চারু মজুমদার (১৫ মে ১৯১৯ – ২৮ জুলাই ১৯৭২) ভারতের প্রখ্যাত কম্যুনিস্ট বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা