সারাদেশ

খুলনায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনা উপসর্গ নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ও একজন করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশনে সেন্টারে ভর্তি হন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শরীরে জ্বর এলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। পরে জানতে পারলাম, তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

শুক্রবার (১৭ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান (৬৮) ও বাদল কুদ্দুস (৫২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতাল কলেজ সুত্রে জানা গেছে, যশোর জেলার অভয়নগর উপজেলার চালিশিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান গত কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। একই উপজেলার একতাপুর গ্রামের বাসিন্দা নিমাই চাদের ছেলে বাদল কুদ্দুস করোনা উপসর্গ নিয়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটায় দিকে তার মৃত্যু হয়।

এছাড়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার একরামুল হাসান (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নগরীর বাগমারা এলাকার বাসিন্দা একরামুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার রাতে করোনা হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে গত ২৪ ঘন্টায় ১০৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন খুলনার ৮১ জন, বাগেরহাটের ১২ জন, সাতক্ষীরার সাতজন, যশোরের চারজন ও নড়াইলের একজন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২৩০টি। মোট পজেটিভ হয় ১০৫টি।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন

জুলাই অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কারের দাবি ওঠার পর সরকার বেশ কিছু সংস্কার...

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা