সারাদেশ

গোপালগঞ্জে করোনায় মৃত্যু বেড়ে ২৩, আক্রান্ত ১১৩৫ জন

নিজস্ব প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম রেজা (৪৫) ও পোনা গ্রামের ঔষধ ব্যবসায়ী মাহফুজ মোল্যা (৬০) দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন এক হাজার ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্সসহ ৮৪ জন স্বাস্থ্যকর্মী। ৭২২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বাকি ৩৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, বুধবার (১৫ জুলাই) রাতে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা ও রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম রেজা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই উপজেলার পোনা গ্রামের ঔষধ ব্যবসায়ী মাহফুজ মোল্যা নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন জানান, গত কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা মো. সেলিম রেজার করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। গত ১১ জুলাই কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দিলে ১২ জুলাই রিপোর্টে করোনা তার পজেটিভ আসে। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে ওষুধ ব্যবসায়ী মো. মাহফুজ মোল্যার করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দেন। বুধবার (১৫ জুলাই) রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

এ পর্যন্ত মৃতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়ায় চারজন, কাশিয়ানীতে পাঁচজন, কোটালীপাড়ায় একজন ও মুকসুদপুরে পাঁচজন রয়েছেন। এছাড়া মুকসুপুরে একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মুকসুদুপুরে সাতজন, কাশিয়ানীতে ছয়জন, কোটালীপাড়ায় ছয়জন ও টুঙ্গিপাড়ায় চারজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৫৬ জন, মুকসুদপুরে ২১৭ জন, কাশিয়ানীতে ২০৭ জন, টুঙ্গিপাড়ায় ১৮৩ জন ও কোটালীপাড়ায় ১৭২ জনের করোনা পজিটিভ আসে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

যশোর-৬ বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের চমক রওনকুল ইসলাম শ্রাবণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে,...

মৌসুমের শুরুতেই মাছের জোয়ার, দুবলারচরে উৎসবমুখর শুঁটকি পল্লী

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরের তীরে দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুমে...

প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিল...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

এবার নির্বাচনে দুই আসনে লড়বেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবারও জাতীয় নির্বাচনে অংশ ন...

‘জয় বাংলা’ বলা মাদারীপুর-০১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায়...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা