সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি মাদ্রাসার ছাত্রী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭ টা ২০ মিনিটে পৌর শহরের টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে মেয়েটিকে হাত পা বাধা অবস্থায় বস্তাবন্দি উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রা হয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকৃত মাহফুজা খাতুন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে৷ মাহফুজা খাতুন ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করতেন।

খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে বস্তা পরে থাকা অবস্থায় আমাকে একজন কল দেয়। আমি এসে দেখি টাঙ্গন ব্রিজের নিচে পড়ে আছে ৷ প্রথমে মনে করেছিলাম কোন লাশ হয়তো। পরে কাছে গিয়ে দেখি বস্তাটি নড়াচড়া করছে। তাৎক্ষণিক ভাবে বস্তাটি খোলার পর দেখা যায়,একটি ১৪/১৫ বছরের মেয়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

মাহফুজা খাতুনের বড় বোন মুঠোফোনে জানান, আমার বোন টাঙ্গন নদীর পাশে এক মাদরাসায় আবাসিক থেকে পড়াশোনা করছে। ঘটনা কি ঘটেছে আমরা জানিনা। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

মাহফুজা বেগম জানায়, বেশ কিছুদিন ধরে একজন নারী আমার বেশ কিছু ছবি দেখিয়ে আমাকে ব্লেকমেইল করার চেষ্টা করে আসছিল।বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে ওইসব ছবি ফেরত দেওয়ার জন্য একজন ছেলে মাদরাসার আবাসিক হোস্টেলে গিয়ে টিনের ফাক দিয়ে ডাকে।আমি ছবি নেওয়ার জন্য টিনটি ফাঁক করলেই আমাকে এক ঝটকায় বাইরে টেনে নিয়ে আসে।

খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১১ টায় সবাই ঘুমিয়ে পড়ে ৷ ফজরের সময় মাহফুজা মেয়েটিকে রুমে দেখতে না পেয়ে তার সহপাঠিরা তাকে খোঁজাখুজি শুরু করে ৷ তার অভিভাবকদের খবর দেওয়া হয় ৷ তারপর পাশেই টাঙ্গন নদীর ব্রিজের নিচে বস্তা বন্দি অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মাহফুজা শহরের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করে। মেয়েটির সাবেক স্বামী তার দলবল নিয়ে রাত আনুমানিক ২-৩ টার দিকে মেয়েটিকে কৌশলে মাদরাসা থেকে বের করে নিয়ে আসে ৷ তাকে হত্যার জন্য বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ব্রিজের নীচে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা