আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের ও বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের
সারাদেশ

আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, “ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্তমানবতার সেবায় পাশে থেকে কাজ করা। আর বঙ্গবন্ধুর আদর্শ মানেই তো দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায্য কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের।”

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

শনিবার (০২ জুলাই) বিকালে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর আনুষ্ঠাকি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “দেশের শতভাগ মানুষের ঘরে এখন বিদ্যুতের আলো, সর্বত্র পাকারাস্তা, পুল—ব্রিজ—কালভার্ট, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, পদ্মার বুক চিড়ে পদ্মা সেতু, মেট্রোরেল এসবই বর্তমানে বাংলাদেশের বদলে যাওয়ার বাস্তব চিত্র। দেশের এই সত্যিকারের বদলে যাওয়ার প্রধান রূপকারই হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই কার্যক্রম তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে সারা বাংলাদেশ মডেল হিসেবে রূপান্তর হবে।”

আরও পড়ুন : তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, “তলাবিহীন ঝুড়ির’ অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। জাতীয়—আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং নানা চড়াই—উতরাই ও অন্ধকারের যুগ পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন—সমৃদ্ধির মহাসোপানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। তাই বাংলাদেশের ঘরে ঘরে আওয়ামী লীগের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হয়ে মানুষের দোয়া ও ভালবাসায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সম্মেলন ঘিরে কক্সবাজারে আওয়ামী লীগের দূর্গ গড়ে উঠে।”

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতায়—দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, “কর্মসূচীর প্রথমদিনেই ১২টি বুথে প্রায় ১২০০ জন নবায়ন ও নতুন সদস্য ফরম পূরণ করেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাটাবেজ তৈরি করে সকল সদস্যের তথ্য—উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে পৌর আওয়ামী লীগের ১২০ জন প্রশিক্ষিত কর্মী মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রমে এক মাসে প্রায় ৩০ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করছি এই কর্মসূচী পরবর্তীতে জেলার অন্যান্য পৌরসভা ও উপজেলায় অনুকরণীয় হয়ে থাকবে।”

আরও পড়ুন : কুড়িগ্রামে আবারও বন্যা

কর্মসূচীর প্রথমদিনেই সদস্য পদ নবায়ন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির, এম.এ মনজুর, হাজী এনামুল হক, আসিফুল মওলা, নাজমুল হোসেন নাজিম, ডা. পরিমল কান্তি দাশ, সেলিম নেওয়াজ, আতিক উল্লাহ কোম্পানী, সেলিম উল্লাহ, অ্যাড. এরশাদুল্লাহ সিকদার, নুরুল আলম পেটান, শুভ দত্ত বড়–য়া, শাহেদ আলী সাহেদ, ইউছুফ বাবুল, নাছির উদ্দিন, জিয়া উল্লাহ চৌধুরী, অ্যাড. রিদুয়ান আলী, মিজানুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী, সত্যপ্রিয় চৌধুরী দোলন, আহমেদ উল্লাহ, মেজবাহ উদ্দিন কবির, জাফর আলম, কাশেম আলী, ওসমান গণি টুলু, তাজউদ্দিন তাজু, ওয়াহিদ মুরাদ সুমন, আবদুল মজিদ সুমন, গিয়াস উদ্দিন, হাবিব উল্লাহ, জানে আলম পুতু, মিন্টু দাশ, আরমানুল আজিম, ইয়াহিয়া খান, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, আজিমুল হক, আবু আহমদ, সেলিম ওয়াজেদ, আমির উদ্দিন, নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, মোর্শেদুল হক চৌধুরী, জহিরুল কাদের সিকদার প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

খাগড়াছড়িতে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: এশিয়াটিক এক্সপে...

খাগড়াছড়িতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শিবগঞ্জে তেলের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তেলে...

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ...

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ...

কেএনএফের আরও ৯ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত...

উপজেলা নির্বাচন বর্জন বিএনপির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা