আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি জানিয়েছেন, তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমানোর মিশন নিয়ে সিরিয়া এসেছেন।
আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে সিরিয়া এবং তুরস্কের মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তিনি।
সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম একজন বড় মিত্র হচ্ছে ইরান। অপরদিকে তুরস্কের বড় বাণিজ্যিক বন্ধু তেহরান।
আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার ওয়াইপিজে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর সিরিয়ায় শঙ্কা ও উত্তেজনা তৈরি হয়।
ইরান এই উত্তেজনা উপশমে মাঠে নেমেছে। পাঁচদিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যান। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি সফরে আসলেন সিরিয়ায়।
আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়ায় হয়ত তুরস্ককে আরেকটি সামরিক অভিযান চালাতে হবে বলে জানিয়েছে আল আরাবিয়া।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            