মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কার্যক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক বাধা, কুসংস্কার ও নীতিবাচক ধ্যান ধারণা দূর করতে আমরা সচেষ্ট রয়েছি। এখন থেকে একটি নির্মল পরিবেশ তৈরি, অন্তর্ভূক্তিমূলক সমাজ বির্নিমাণ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এদেশের প্রতিবন্ধী মানুষের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে’
আরও পড়ুন: সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। একটি দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তি, বেকারদের সরকারের একার পক্ষে স্বাবলম্বী করা যায় না। সমাজের শিল্পপতি, প্রতিষ্ঠিত ও ধনী ব্যক্তি এবং বিভিন্ন ফাউন্ডেশন এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়েন কোটি কোটি ডলার দাতব্য সংস্থার মাধ্যমে সহযোগিতা করে থাকে। ’
এ সময় সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, এবং সিআরপি’র প্রতিষ্ঠাতা ড. ভ্যালরি এ. টেইলর প্রমুখ বক্তব্য রাখেন।
সাননিউজ/জেএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            