আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের ২০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে প্রধানমন্ত্রীর ১০ প্রকল্প বাস্তবায়নে মহিলা সমাবেশ
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামে আয়োজিত স্মরণসভায় মরহুমের বড় ছেলে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা।
আরও পড়ুন: তারা নেতার মতো কথা বলছেন
এর আগে বনপাড়া শহরের ডা. আইনুল হক চত্ত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ তাঁর ম্যূরালে এবং মহিষভাঙ্গা গ্রামে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৯ মার্চ বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত ডা. আইনুল হক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আদালতে দীর্ঘ দেড় যুগ মামলা চলার পর ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দুই আসামীর মৃত্যুদন্ড ও অপর আসামীদের বেকসুর খালাস দেয় আদালত। পরে মামলার বাদী এ মামলায় উচ্চ আদালতে আপিল করেছেন।
সান নিউজ/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            