২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুরে ধর্মঘট
সারাদেশ

২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুরে ধর্মঘট

সান নিউজ ডেস্ক : সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটি আগামী ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ।

আরও পড়ুন : কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এমনকি মাইক্রোবাস ও সিএনজিচালিত পরিবহন ধর্মঘটের আওতায় থাকবে বলে জানান এই পরিবহন শ্রমিক নেতা।

প্রসঙ্গত, গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন প্রাণ হারান। ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাসচালক আব্দুর রহিম এখনো জামিন পাননি।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

গত ১৫ মার্চ কারাবন্দী বাসচালকের মুক্তি দাবি করে মানববন্ধন করেন সড়ক পরিবহন শ্রমিকরা। এ নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত ১৬ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) জামিন শুনানি ছিল। কিন্তু আদালত বাসচালকের জামিন নামঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে দুই বিভাগে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শ্রমিক নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম ২৪ মার্চের মধ্যে বাসচালক আব্দুর রহিমের জামিন না হলে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। এ নিয়ে আমরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছে।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

কিন্তু বৃহস্পতিবার আদালত চালকের জামিন নামঞ্জুর করেছেন। ফলে দুই বিভাগের শ্রমিক নেতারা সর্বসম্মতিক্রমে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : সৈয়দপুরে পেট্রোলসংকটে যানচালকদের দুর্ভোগ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মধ্যে রাজশাহী জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন-অর-রশীদ, শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পী, জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা