আন্তর্জাতিক ডেস্ক: বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট পালন করছেন। এ সময় জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন ভ্যার্দি।
বৃহস্পতিবার (৬ মার্চ) এ ধর্মঘট পালন করেন ভ্যার্দি।
আরও পড়ুন: অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকা
এ সময় দুই শতাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীরা এই ধর্মঘটে যোগ দিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কোলন, উত্তরের শহর হামবুর্গ ও মধ্য জার্মানির হেসে রাজ্যের হাসপাতাল কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। এছাড়াও হামবুর্গ, বোখুম, কোলন, জলিঙ্গেন, মানহাইম ও বার্লিনে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনাও রয়েছে।
এদিকে, বিভিন্ন পৌরতে নিয়োগকর্তাদের সংগঠন ভিকে এ-এর প্রতিনিধি নিকলাস বেনরাট ধর্মঘটের সমালোচনা করে বলেন, এই ধর্মঘটে মূলত নাগরিকদের সমস্যা হবে। স্বাস্থ্য, শিক্ষা, বাস চালক ও দমকলকর্মীসহ প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে ভ্যার্দি।
এ সময় তারা বেতন ৮ শতাংশ বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো এবং বাৎসরিক ছুটির সংখ্যা আরও ৩ দিন বাড়ানোর প্রস্তাব করেছে।
আরও পড়ুন: ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচ...
তবে কর্তৃপক্ষ বলছে, এই সকল দাবি মানা অর্থনৈতিকভাবে অসম্ভব। এমত অবস্থায় (১৪-১৬ মার্চ) সরকারের সাথে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। এই আলোচনাকে ঘিরে চাপ তৈরি করতে চাইছে শ্রমিক সংগঠন ভ্যার্দি। এর অংশ হিসেবে শুক্রবার ধর্মঘট করবেন কিন্ডারগার্টেন কর্মীরা।
সান নিউজ/এমএইচ