সারাদেশ

বোয়ালমারীতে সড়কের কাজে চাঁদা দাবির মামলায় গ্রেফতার কলেজ ছাত্র

কামরুল শিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি এবং ঠিকাদারকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: দেশের একমাত্র পাথর খনির উৎপাদন বন্ধ

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে ঠিকাদার মিরাজ মিনা বাদি হয়ে বোয়ালমারী থানায় এক কলেজ ছাত্রকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলাটি করে। এ ঘটনায় পুলিশ মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে শনিবার (১২ মার্চ) ফরিদপুর আদালতে পাঠিয়েছে। তবে মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশল কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে সড়কের কার্পেটিংয়ের কাজ করছেন ঠিকাদার মো. মিরাজ মিনা। সড়কের বালি ফেলানো শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঠিকাদার মিরাজ মিনা কাজ পরিদর্শনে গেলে ওই ইউনিয়নের কুমরাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে আশিকুর রহমান (২১) তার দুই সহযোগী নিয়ে কাজে বাঁধা দিয়ে ঠিকাদারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার মিরাজ মিনা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আশিকুর রহমান ও তার সহযোগীরা তার উপর হামলা চালায়।

এ সময় রাস্তার শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আসামিরা। মারধর করার সময় এক পর্যায়ে ওই ঠিকাদারের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঠিকাদার বাদি হয়ে শুক্রবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় আশিকুর রহমানকে ১ নম্বর আসামি করে চাঁদাবাজি মামলা করেন। মামলা নম্বর-১১

আরও পড়ুন: ফের গণফোরামের সভাপতি ড. কামাল

মামলার এক নম্বর আসামি আশিকুর রহমানের মা তানিয়া ইয়াসমিন বলেন, আমার একমাত্র ছেলে এ বছর নবকাম পল্লী কলেজ থেকে এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়েছে। আমাদের বাড়িতে আগামী ১৫ মার্চ একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা। এ জন্য রাস্তায় বালি ফেলানোর সময় ছেলে আশিকুর ঠিকাদারের লোকজনদের আমাদের বাড়ির সামনে ঠিকমত বালি ফেলার অনুরোধ করে। এ সময় আশিকুরের সাথে লেবারদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। মিরাজ মিনা মিথ্যা মামলা দিয়েছে তার ছেলের নামে।

ঠিকাদার মিরাজ মিনা বলেন, এলজিইডির ১ হাজার ২০০ মিটার রাস্তার কাজ পাওয়া পর ঠিকমত কাজ করছিলাম। হঠাৎ গত বৃহস্পতিবার বিকেলে আসামিরা রাস্তার কাজে বাঁধা দিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তারা আমার ও লেবারদের উপর হামলা চালিয়ে ব্যাগে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ভাত নিয়ে কোনো কষ্ট হবে না

মামলার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চাঁদা দাবি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২)...

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার—নিজেদের প্রতিনিধি নির্...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

আজ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস

আজ ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই ক...

কুষ্টিয়ায় ৭৫ কৃষককে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ

কুষ্টিয়ার মিরপুরে ৭৫ জন চাষিকে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা