সারাদেশ
মা-মেয়েকে জবাই করে হত্যা

জামালপুরে স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ

শওকত জামান, জামালপুর: জামালপুরের চাঞ্চল্যকর মা জয়ফল বেগম ও মেয়ে স্বপ্না চৌধুরীকে জবাই করে হত্যার ঘটনায় রোববার (২ ডিসেম্বর) বিকালে মেলান্দহ থানা মামলা দায়ের হয়েছে।

নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া বাদী হয়ে জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

আটককৃত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম।

রোববার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে নিহত জয়ফল বেগম ও তার মেয়ে স্বপ্না চৌধুরীর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর নিহত মা-মেয়ের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও তার স্ত্রী জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশাবাদী জোড়া খুনের কিলিং মিশনে অংশগ্রহণকারী হত্যাকারী অন্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মামলার বাদী নিহত জয়ফল বেগমের ভাই মানিক মিয়া জানান, আমার বোনের স্বামী আকমল চৌধুরীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে জয়ফুল একই বাড়িতে বসবাস করতেন। তার তিন ছেলে জহুরুল চৌধুরী, মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমানে যায় জীবিকার তাগিদে। স্বপ্না আক্তার সাত বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মায়ের সঙ্গে থাকতেন। ছেলেরা বিদেশে থাকাবস্থায় আমার বোন জয়ফলের সাথে তার ছেলে জহুরুলের স্ত্রী জেসমিনের সাথে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। সম্প্রতি জহুরুল ওমান থেকে দেশে ফিরে এসেছে। ঘটনার দুই আগেও আমার বোনের সাথে তার ছেলের বউয়ের ঝগড়া হয়েছে বলে পাশের বাড়ির লোকজন জানিয়েছে।

তিনি দাবি করেন, পারিবারিক কলহে আমার বোন ও ভাগনিকে বটি-দা দিয়ে শরীরের বিভিন্নস্থানে কোপায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে হত্যা করা হয়েছে। আমার বোন জয়ফল ও ভাগনি স্বপ্নার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়ার একটি ঘরের দুটি আলাদা কক্ষ থেকে মা-মেয়ের গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই জোড়া খুনের হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। হত্যর প্রকৃত কারণ ও হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ পৌর এলাকার গোবিন্দপুরের গাড়িয়াল পাড়া গ্রামে শনিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাড়ির শয়ন কক্ষে জয়ফল বেগম ও পাশের কক্ষে তার মেয়ে স্বপ্না চৌধুরীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত জয়ফল বেগমের ছেলে জহুরুল চৌধুরী ও পুত্রবধূ জেসমিন আক্তারকে আটক করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা