নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চাঁদা নেয়ার অভিযোগ উঠে। রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয় এই বাস ধর্মঘট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের উদ্দেশে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের নামিয়ে দিয়ে বাস টার্মিনালে নিয়ে পার্কিং করছেন চালকরা। সকাল থেকে জেলা থেকে কোনো যাত্রীবাহী বাসও ছেড়ে যায়নি।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শ্রমিক ইউনিয়নের নেতারা এ ধর্মঘটের ডাক দেয়। তবে আমি বিষয়টি জানার পর সিলেট পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছিলাম। কারণ চাঁদাবাজির ঘটনাটি আমার জোনের মধ্যে না পড়ে আমি ব্যবস্থা নিতে পারছি না।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            