সারাদেশ

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন অটো চালক

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট নগরের কদমতলী এলাকায় কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা প্রকৃত মালিক সুধামন মান্নার কাছে ফিরিয়ে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক মঈন উদ্দিন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরতলির সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে যাওয়ার পথে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে টাকাগুলো পান তিনি।

সুধামন মান্না জৈন্তাপুর উপজেলা প্রশাসন কার্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কর্মক্ষেত্র থেকে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে সিলেট শহরতলির খাদিম চা–বাগান এলাকার বাড়িতে ফিরছিলেন। ওই দিন দুপুরে তিনি জৈন্তাপুর সোনালী ব্যাংক থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল থেকে তিন লাখ টাকা ঋণ তুলেছিলেন। বাড়ি ফেরার পথে বৃষ্টির পানি থেকে টাকাগুলো রক্ষা করতে পলিথিনে মুড়িয়ে নেন।

পরে টাকাগুলো মোটরসাইকেলের কাগজপত্রসহ আরেকটি পলিথিনের ব্যাগে ভর্তি করে ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেল সোয়া ৫টার দিকে সিলেট শহরতলীর সুরমা গেট এলাকায় ফিরে সুধামন মান্না খেয়াল করেন, মোটরসাইকেলের সঙ্গে ঝুলিয়ে আনা টাকার ব্যাগটি নেই। সড়কে খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে রাতেই তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিএনজিচালিত অটোরিকশার চালক মঈন উদ্দিন বলেন, তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বিদাইটিকর গ্রামের বাসিন্দা। তিনি ওই পথ দিয়ে দুজন যাত্রী নিয়ে সিলেট নগরের কদমতলী এলাকার দিকে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে শহরতলির সিলেট-তামাবিল মহাসড়কের পীরের বাজার এলাকা দিয়ে সিলেট নগরের দিকে যাওয়ার পথে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ পান।

সুধামন মান্না বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিজের মোবাইলে একটি কল পান তিনি। অপর প্রান্ত থেকে অটোরিকশাচালক মঈন উদ্দিন তাঁর নাম–পরিচয় জানতে চেয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান। বিকেল ৪টার দিকে নগরের দক্ষিণ সুরমার কদমতলি আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপকমিটির কার্যালয়ে গিয়ে তিনি টাকাসহ সবকিছু ফিরে পান।

সুধামন মান্না বলেন, মঈন উদ্দিনকে পুরস্কৃত করার মতো সম্বল আমার নেই। এরপরও তাঁর পরিবারকে উপহার হিসেবে ২০ হাজার টাকা দিয়েছি। মঈন উদ্দিন নিতে চাননি। অনেকটা জোর করে তাঁকে টাকাটা দিয়েছি।

টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত মঈন উদ্দিন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল ম...

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের &lsq...

রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না: তাসনিম জারা

রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক...

বিএনপি অর্জুন গাছের ছাল, যার যখন প্রয়োজন কেটে নেয়

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপির এখন ধৈর্য ধারণের সময় উল্লেখ করে বিএনপি চ...

বিএনপি–বিজেপির সংঘর্ষে আহত অন্তত ২০

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা