নিজস্ব প্রতিনিধি,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্ৰামের ২নং সিঅ্যান্ডবি এলাকা থেকে ৫ টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কাল ৫টি বস্তাবন্দি অবস্থায় ছিলো।
সোমবার (২৮ জুন) সকালে ওই কঙ্কালের বস্তাটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খুঁড়ে চোর কঙ্কাল চুরি করে। পরে তারা প্রায় ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার পাশে একটি কবরস্থানে ওই কঙ্কালের ভর্তি বস্তাটি ফেলে যায়। সকালে কবরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখতে পান লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, এই বিষয়ে খবর নেয়া হচ্ছে।
সান নিউজ/ আরএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            