সারাদেশ

ঝিনাইদহে তৈরি হচ্ছে বার্ড ফ্লুর টিকা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : বাংলাদেশে বার্ড ফ্লু রোগের টিকা তৈরি হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাউতাইল এলাকায় অবস্থিত এফএনএফ ফার্মাসিউটিক্যালস নামে একটি প্রতিষ্ঠান এই টিকা তৈরি করছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলামের তত্ত্বাবধানে কোহিনুর পারভীন, মোস্তফা কামাল ও আয়নুল হক তিন বছর আগে থেকে গবেষণা করে টিকাটি উদ্ভাবন করেছেন। টিকাটির নামকরণ করা হয়েছে ‘বাংলা বার্ড ফ্লু এইচ৯ ভ্যাক’।

তাদের ‘বাংলা বার্ড ফ্লু এইচ৯ ভ্যাক’ নামের টিকাটি উৎপাদন ও বিপণনের জন্য ইতোমধ্যে ওষুধ প্রাশাসন অনুমোদন দিয়েছে। মুরগির দেহে প্রয়োগের জন্য টিকাটি প্যাটেন্ট, উৎপাদন ও বিপণন করছে প্রতিষ্ঠানটি নিজেই।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এখানকার ১৫ জন উৎপাদন কর্মকর্তা এ গবেষণায় সহায়তা করেছেন। আলিমুল ইসলাম প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা গবেষক হিসেবে কাজ করছেন। বাকি তিনজন প্রতিষ্ঠানেরই গবেষক। বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ইতোপূর্বে এই টিকা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়েছে। এখন দেশেই পাওয়া যাবে এই টিকা, খরচও হবে কম।

প্রতিষ্ঠানটির আরএন্ডডি এবং কিউসি (জৈবিক ইউনিট) অ্যানিমাল হেলথকারি বিভাগের ম্যানেজার ডা. মোছা. কহিনুর পারভিন জানান, বার্ড ফ্লু রোগের একটি মুরগিকে তিন ডোজ টিকা দিতে হয়। প্রথম ডোজ বাচ্চার বয়স ৭ থেকে ১৪ দিনের মধ্যে, দ্বিতীয় ডোজ দিতে হয় ২৮ দিনে। আর শেষ ডোজ ৬ মাস বয়স হলে দিতে হয়। এই টিকাটি অনান্য টিকার থেকে অনেক ভালো হবে এবং খামারিরা উপকৃত হবেন।

এফএনএফ ফার্মাসিউটিক্যালসের টিকা ইউনিটের প্রডাকশন ম্যানেজার ডা. মো. মোস্তফা কামাল জানান, বার্ড ফ্লু রোগটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ। এই রোগ থেকে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত বাহির থেকে কিছু জরুরি টিকা আমদানি করা হচ্ছে। ফলে খামারিরা বেশি দাম দিয়ে টিকা ক্রয় করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাহির থেকে টিকা আনলে মূল্য অনেক বেশি পড়ে। প্রতি ডোজের দাম পড়ে ছয়-আট টাকা। কিন্তু তাদের উৎপাদিত প্রতি ডোজ টিকার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা। এতে খরচ কম হবে খামারিদের। প্রতি বছর তাদের কারখানায় ১৫ কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মখলেছুল ইসলাম বলেন, ঝিনাইদহে অবস্থিত ফ্যাক্টরি থেকে মুরগির জন্য বার্ড ফ্লু টিকা তৈরি করতে পেরেছি। আমরাই প্রথম বাংলাদেশি আইসুলেট বা স্থানীয়ভাবে পৃথকীকৃত ভাইরাস থেকে টিকা তৈরি করতে পেরেছি। এই টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ। বর্তমানে ফ্যাক্টারিতে ১২ থেকে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা আছে। ভবিষ্যতে প্রয়োজনে এই উৎপাদন ক্ষমতা বাড়াতে পারব। এটা আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া।

জানা গেছে, ২০০০ সালে ঝিনাইদহের রাউতাইল এলাকায় এফএনএফের কারখানা প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে তারা উৎপাদনে যায়। বিশেষ করে তারা প্রাণীর স্বাস্থ্য নিয়ে কাজ করেন। ২০১৭ সালে বার্ড ফ্লুর টিকা তৈরিতে সক্ষম হয়। এরপর এই টিকা উৎপাদনে কতটুকু সক্ষমতা রয়েছে তা দেখতে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গত ১৭ ডিসেম্বর ঝিনাইদহে আসে।

তারা কারখানা পরিদর্শন করেন এবং বার্ড ফ্লুর টিকা উৎপাদনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকায় উৎপাদন এবং বাজারজাত করার অনুমতি দেন। গত ৫ মে কোম্পানিটি এই টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে। এরপর থেকে তারা উৎপাদন শুরু করে। গত সপ্তাহ থেকে বাজারজাত শুরু করেছে। প্রায় এক কোটি টিকা বাজারে ছাড়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী জানান, আগে বার্ড ফ্লুর টিকা আমদানি করতে হতো। তবে বাংলাদেশে এই প্রথম এফএনএফ ফার্মাসিউটিক্যালস বার্ড ফ্লুর টিকা তৈরি করছে। এটা আমাদের দেশে পোল্ট্রি শিল্পের জন্য ইতিবাচক। এই টিকা দেশে উৎপাদন হওয়ায় খামারিদের জন্য সস্তা এবং সহজলভ্য হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা