সারাদেশ

কলার খোল ও আনারসের পাতা থেকে বিভিন্ন পণ্য উৎপাদন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : একসময় যা ছিলো বর্জ্য তা ই এখন অর্থকরী সম্পদ। টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে প্রচুর আনারস ও কলা উৎপাদিত হয়। কলার খোল ও আনারসের পাতা বর্জ্য ও আবর্জনা হিসেবে ফেলে দেয়া হতো। বুরো বাংলাদেশ এর বুরো ক্র্যাফট এ থেকে তৈরি সুতা দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করছে।

এখানে ফ্যাক্টরির পাশাপাশি রয়েছে ট্রেনিং সেন্টার। এতে অসংখ্য কর্মহীন নারী প্রশিক্ষিত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। পরিবেশ সম্মত এসব পণ্যের চাহিদা বিশ্বব্যাপী। এর মাধ্যমে দারিদ্র নিরসন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়েই বুরো বাংলাদেশ সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছে ।

সোমবার বিকেলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো ফসিউল্লাহ দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর বুরো ক্র্যাফট কারখানার কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বুরো ক্র্যাফটে আনারস ও কলা থেকে উৎপাদিত পণ্য তৈরির কাজ ঘুরে দেখেন। সন্ধ্যায় বুরো কর্তৃক বিনামূল্যে করোনা টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে মধুপুর সিএইচআরডির মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বুরো বাংলাদেশসহ উন্নয়ন সংস্থাসমূহ তৃণমূল পর্যায়ের উন্নয়নে অবদান রেখে চলেছে।

বুরোর নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরা আরিফা, এসি ল্যান্ড আব্দুল করিম, বুরোর পরিচালক মোশাররফ হোসেন, প্রাণেশ বণিক, অতিরিক্ত পরিচালক ফারমিনা হোসেন।

বক্তারা বলেন বুরো বাংলাদেশ ক্ষুদ্র ঋণের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা করোনা মহামারী প্রতিরোধে সরকারের গৃহীত টিকা প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ ও বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিচ্ছে বিভিন্ন শাখার মাধ্যমে।


সান নিউজ/টিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা