সারাদেশ

শিবগঞ্জে নৌকার পালে হাওয়া, গণসংযোগে জনতার ঢল

জাহিদ হাসান মাহমুদ মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিবগঞ্জ পৌরসভায় চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌর নির্বাচনে সাধারণ মানুষের আস্থা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত এ পৌরসভায় কখনো আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী জয়লাভ না করলেও এবার এখানে নৌকার পালে লেগেছে হাওয়া।

অসংখ্য নেতা-কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগের সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে এই আস্থা ভালোবাসার ছবি পাওয়া যায়। তরুণ-যুবকরা হাত ধরে আর বয়েসী প্রবীণরা মাথায় হাত রেখে নৌকার মাঝি মনিরুলকে আর্শীবাদ করছেন। এমন আবেগময় দৃশ্য প্রতিদিন দেখা যায়। নৌকার নির্বাচনী উঠোন বৈঠকগুলোতে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

২৭ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদিনের মত সোমবার (১ ফেব্রুয়ারি) পৌরসভার মর্দনায় ৯ নাম্বার ওয়ার্ডের অলি-গলি, পাড়া মহল্লায় দিনভর গণসংযোগ করেছেন মনিরুল। গণসংযোগের মাঝেমাঝে তিনি একাধিক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'মহামারি করোনার সময় প্রতিটি ওয়ার্ডের মানুষের খোঁজ-খবর নিয়েছি এবং খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কয়েক মাস যাবৎ অব্যাহত রেখেছি। নিরাপদে পৌর নাগরিকদের চলাচলের জন্য নিজ উদ্যোগে বিভিন্ন সড়ক মেরামত করেছি। মসজিদ ও মন্দিরগুলোতে ব্যক্তিগত অর্থায়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সেই কাজের দাবি হিসেবে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, শিবগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠা করেছি 'জিকে ফাউন্ডেশন' নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাম্প্রতিক এ পৌরসভা সহ উপজেলা বাসীর জন্য বিনামূল্যে সেবাদানের উদ্দেশ্যে দুটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স ক্রয় করেছি।

শেষে আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে এই পৌর শহরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলব।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা