সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। এতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এতে বলা হয়েছে, বুধবার তিউনিসিয়ার উপকূলরক্ষীরা আফ্রিকা থেকে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে ২০ অভিবাসীর লাশ উদ্ধার করেছে বরেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। এই নিয়ে গত ১ সপ্তাহের মধ্যে এই উপকূলে ২য় বারের মত অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটল।

এর আগে, গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় দেশটির উপকূলরক্ষীরা ৯ জনের লাশ উদ্ধার করে। এ সময় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাত্রা করার সময় তাদের নৌকাটি ডুবে যায় এবং এতে আরও ৬ জন নিখোঁজ হন।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, বুধবার দেশটির উপকূলরক্ষীরা একই নৌকায় থাকা আরও ৫ জনকে উদ্ধার করেছে এবং এখনও নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান চলছে। এ সময় নৌকাটি স্ফ্যাক্স শহরের উপকূলে ডুবে গেছে। এই শহরটি বিশেষ করে আফ্রিকান অভিবাসীদের জন্য একটি প্রধান পয়েন্ট।

আরও পড়ুন: ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

সাম্প্রতিক আফ্রিকা-ইউরোপে যেতে এই সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এটি মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ দারিদ্যের জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং এই কাজে স্ফ্যাক্সের উপকূলরেখা অভিবাসীদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

এদিকে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে- ২০২৩ সালে ২,২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

এছাড়া অনিয়মিত অভিবাসন মোকাবিলায় গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিউনিসিয়ার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করে।

অপরদিকে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুসারে- ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা যায়, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিলো ৯৫ হাজারের বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা