জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে হাবিল নামে ১ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা নেই’
বিজিবি সূত্রে জানা যায়, আহত যুবকসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতীয় অভ্যন্তরে মাদক চোরাচালানের চেষ্টা চালাচ্ছিলো। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ১ জন যুবক আহত হন। এই ঘটনার পর বিজিবি পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এ সময় উভয় পক্ষই ঘটনার তদন্ত করবে। এই ঘটনায় আহত যুবককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে ১ বাংলাদেশী যুবক আহত হয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            