সংগৃহীত ছবি
সারাদেশ

বরিশালে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক : টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ফ্যামিলি বা পরিবার কার্ডের প্রায় ৬০ হাজার কার্ড বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন।

আরও পড়ুন : সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায়

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী।

জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে ৩টি পণ্য বিতরণ করা হয়- ২ লিটার তেল, ২ কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।

স্থানীয়রা জানায়, আগে রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। যে কারণে আসল গরিবরা টিসিবির পণ্য পেতেন না। এক পরিবারের একাধিক কার্ডও পাওয়া যেত।

আরও পড়ুন : সিঙ্গাপুরে গেলেন আহত ৭ জন

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল জানান, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি। টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী জানান, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই এসব কার্ড বাতিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কা...

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের মানববন্ধ

এসআর শফিক স্বপন , (মাদারীপুর) প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্...

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৩৫ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফ...

রাজধানী ঢাকা সফরে এসেছেন আন্তোনিও 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশের অন্তর...

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা