সারাদেশ

অনিয়মের অভিযোগে খুলনায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিভিন্ন অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। সে সঙ্গে ইউপি চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়েছে।

জানা যায়, ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম এবং হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ আআত্মসাৎ, জমি আছে ঘর নেই প্রকল্পে অনিয়ম, গর্ভবতী মায়ের পুষ্টি চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে (নথি নং- ৪৬.০০৪৭০০.০১৭.২৭.০০১.১৫- ১৩৪) এই অপসারণের আদেশ দেওয়া হয়।
আদেশের কপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, খুলনার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার, অতিরিক্ত সচিব (ইউপি) ও অপসারণকৃত চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম, হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ আত্মসাৎ, যথাযথভাবে পরিষদের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের অবহিত না করা, জমি আছে ঘর নেই প্রকল্পে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে পরিষদের ১০ সদস্যের অভিযোগ প্রমাণিত হয়েছে। যেহেতু অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) দিঘলিয়া খুলনা কর্তৃক বিশেষ সভা আহবান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১০ ভোট পড়ে, যা দুই তৃতীয়াংশের বেশি। সেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বাস্থ্যে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৬ নম্বর যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শুন্য ঘোষণা করা হলো।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম বলেন, যোগীপোল ইউপি চেয়ারম্যানের অপসারণের ব্যাপারে এখনো কোন আদেশ হাতে পাইনি। আদেশের কপি হাতে পাওয়ার পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য যোগীপোল ইউনিয়ন পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/খাআ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ...

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্র...

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো...

কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নি...

বাজার মনিটরিংয়ের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা