সারাদেশ

ফরিদপুর কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর বর্ধিত পৌর এলাকা গুহলক্ষ্মিপুর ১৭নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে। গত চারদিন যাবত শহরের অম্বিকাপুর কবি জসিমউদ্দিনের বাড়ী থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের গুহলক্ষ্মিপুর এলাকায় কুমার নদের বেড়ি বাঁধের ৩শ মিটার অংশ ডেবে যাওয়া শুরু করে। স্থানীয় জনগণ ভাঙ্গনের দুই পাশে সর্তকতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

সোমবার সকালে ডেবে যাওয়া অংশ আরো ধসে গেছে। ফলে ওই সড়ক দিয়ে মাঝারি যানচলাচল বন্ধ হয়ে গেছে, রিক্সা-ভ্যান, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলছে। এছাড়াও ধসে যাওয়া এলাকার বসবাসকারিও হুমকির মুখে রয়েছে। বাঁধের পাশেই কিছু ঘরবাড়ি আছে তারা কোথাও যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই ওই স্থানে থাকছেন।

এলাকাবাসির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কুমার নদটি পুন:খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধটি। এই বাঁধের উপর দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করে। সম্প্রতি নদের পানি কমতে শুরু করার পরে সড়কে বিভিন্ন স্থানে ডেবে যেতে শুরু করে। সোমবার পর্যন্ত অনেকটাই দেবে গিয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতি মুখে পড়বে বসতবাড়ি। বন্ধ হয়ে যাবে চলাচলের এই সড়কটি।

এলাকার বাসিন্দা সজিব সিংহ জানান, এখানে প্রতিদিনই একটু একটু করে দেবে যাচ্ছে। প্রথম দিন ফাটল দেখা গেছে, দ্বিতীয় দিন ২/৩ ইঞ্চি দেবে গেছে এখন প্রায় দুই ফুট পর্যন্ত দেবে গেছে। এখন পর্যন্ত এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নিলে ক্ষতির পরিমান কম হবে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ধসে যাওয়া অংশটি আমরা পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, সড়কটি কারপেটিং এর কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা