নিজস্ব প্রতিনিধি, ফেনী : অতিরিক্ত মদ পানে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে বটতলী বাজারে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। গত তিন আগে ফেনীর মির্জানগর ইউনিয়নে উত্তর কাউতলী গ্রামে শ্বশুর মীর হোসেনের বাড়িতে আসেন নিহতসাদ্দাম আলি আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, শশুরবাড়ি বেড়াতে এসে গত রোববার (২৫ অক্টোবর) রাতে স্থানীয় যুবকদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আরও অবনতি হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
পরশুরাম মডেল থানার এসআই মোতাহের হোসেন বলেন, ‘নিহত সাদ্দাম হোসেনের পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার দিন রাতে বেশ কয়েকজন বিরানি পার্টি করেন এবং মদপান করেন।লাশ ময়না তদন্ত শেষে বিস্তারিত বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সান নিউজ/পিডিকে/এস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            