সারাদেশ

মায়ের প্রেমিকদের হাতে ছেলে খুন, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে শিশুপুত্র রনি (১১) হত্যা মামলায় মা ও তার দুই প্রেমিকসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ দুই আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি কনা বেগম ও রুহুল আমিন নলি।

দণ্ডপ্রাপ্ত কনা বেগম কাজীরহাট থানা এলাকার মামলার বাদী পশ্চিম রতনপুরের লকিতুল্লাহর দুয়ারীর স্ত্রী ও একই এলাকার মতলেব নলির মেয়ে। তার সঙ্গে সম্পর্কিত দুই জন হলো নুরুল ইসলাম নলির ছেলে রুহুল আমিন নলি ও জাকির নলির ছেলে শাহীন নলি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক জানান, ২০০০ সালের মার্চ মাসে লকিতুল্লাহ দুয়ারীর সঙ্গে কনা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১১ বছর বয়সের ছেলে রনি ও ৩ বছর বয়সের মেয়ে সুমাইয়া রয়েছে। কাজের প্রয়োজনে লকিতুল্লাহ চট্টগ্রাম গেলে স্ত্রী কনা বেগম তার চাচাতো ভাই শাহীন নলির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।

তাদের এ সম্পর্কের খবর একই বাড়ির রুহুল আমিন নলি দেখে ফেলার পর সেও কনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এসব ঘটনায় রনি তার বাবাকে ফোন করে শাহীনকে বাসায় আসতে বারণ করতে বলে। পাশাপাশি মায়ের কর্মকাণ্ড বিষয়ে সে স্বজনদেরও জানায়। এসব ঘটনায় রনির ওপর ক্ষিপ্ত হয় কনা বেগম।

ঘটনার দিন ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি শাহীন নলি ও রুহুল আমিন কনার বাসায় যায়। সেখানে তাদের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রনি। পরে সে চিৎকার করে বাবাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে কনা বেগম ছেলেকে খাটের ওপর চেপে ধরে। এ সময় শাহীন রশি দিয়ে রনির গলায় ফাঁস দেয় এবং রুহুল আমিন তার হাত পা চেপে ধরে। রনি নিস্তেজ হয়ে পড়লে শাহীন ও রুহুল আমিন দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। পরে কনা বেগম ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রনিকে সাপে কেটেছে বলে অপপ্রচার চালায়।

এ ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মেহেন্দীগঞ্জ থানায় নিহতের বাবা লকিতুল্লাহ দুয়ারী অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৯ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম ঘটানার সঙ্গে সম্পৃক্ত কনা বেগমসহ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ট্রাইব্যুনাল ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামি শাহীন নলির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানী থেকে গ্রেফতার মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহান...

পুশ ইন করা ৭৫ বাংলাদেশি এবংতিন ভারতীয়কে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫...

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় একমাস ধরে চারদফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।...

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবরোধ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুইদিন রেল অবরোধ করবে...

মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত, আহত এক

নরসিংদীর মনোহরদীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ...

পুশ ইন করা ৭৫ বাংলাদেশি এবংতিন ভারতীয়কে উদ্ধার

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫...

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের তানভীর আহমেদ

এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ...

কসবার বীর মুক্তিযোদ্ধা জমশেদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ম...

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্...

বগুড়ায় তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার ও ভাবনা শীর্ষক সমাবেশ সামনে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা